করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশে প্রথম চিকিৎসকের মৃত্যু:-বিস্তারিত জানতে প্রবেশ করুন...... 




কোভিড১৯(করুনা ভাইরাস ডিজিজ -২০১৯) প্রথম বাংলাদেশে একজন চিকিৎসক এর মৃত্যু নিশ্চিত করা হয়। 
করোনা ভাইরাসের স্বীকার হয়ে একজন দায়িত্বরত ডাক্তার মোঃ মঈনউদ্দীন এর মৃত্যু হয়। তিনি আজ সকাল বেলা ইহলোক ত্যাগ করেন। ডাঃ মঈনউদ্দীন তিনি এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে দায়িত্ব রত ছিলেন।  তার মৃত্যুর খবর নিশ্চিত করেন প্রেমানন্দ মন্ডল,  জেলা সিভিল সার্জন সিলেট। 

সিভিল সার্জন বলেছেন আমরা কভিড-১৯ এ মৃত চিকিৎসক এর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের কাউকেই ফোনে পাইনি।  আমরা তার পরিবারের সাথে অতিসত্বর যোগাযোগ করার চেষ্টা  চালাচ্ছি। 
তত্ত্ব সূত্র জানায়, ডাঃ মঈন উদ্দীনের শরীরে করুনা ভাইরাসের উপসর্গ থাকায় তার পরীক্ষা করা হয় এবং ৬ই এপ্রিল তার শরীরে কভিড-১৯ পজিটিভ দেখা দেয়।  এর পর ৭ই এপ্রিল তাকে শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতাল সিলেট  তাকে ভর্তি করা হয়।
তখন তাকে কুর্মিটোলা হাসপাতাল ঢাকায় ভর্তির জন্য আবেদন করা হয়। সময়ের পরিপ্রেক্ষিতে তাকে ৯ই এপ্রিল কুর্মিটোলা হাসপাতালে ভর্তি নিশ্চিত করা হয়।  কিন্তু তাকে আই সি ইউ তে ভর্তি করা হয় নি। কেন ভর্তি করা হয় নি সে খবর পাওয়া যায় নি।  কুর্মিটোলা হাসপাতালে প্রায় ৬দিন চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় তাকে। কিন্তু ১৫ ই এপ্রিল ( আজ সকাল বেলা)  তিনি মৃত্যু বরন করেন। 

এছাড়া বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে চিকিৎসক সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মী করুনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে জন্য অন্যান্য ডাক্তার দের নিরাপদের জন্য চিকিৎসক রা পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহের আবেদন জানান। 

আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী ভাইরাসে আক্রান্তের সংখা ১২৩১ জন। 
মোট মৃত্যু ৫০জন
সুস্থ হয়েছেন ৪৯ জন
আজকে মৃত্যু বরন করেন ৪ জন
গত ২৪ ঘন্টায় ২১৯ জনের দেহে করুনা ভাইরাস শনাক্তকরন করা হয়। 

ঘরে থাকুন, নিরাপদে থাকুন।


Covid 1 (Corona Virus Disease-20) is the first confirmed death of a doctor in Bangladesh A responsible doctor, Moin Moinuddin, died of the Corona virus. He left Ehlok this morning. Dr Moinuddin, he served in the MAG Osmani Medical College Hospital Sylhet. Premanand Mondal, district civil surgeon Sylhet confirmed the news of his death.

The civil surgeon said we tried to contact the deceased physician's family in Covid-1, but did not find any of them on the phone. We are trying to communicate with his family very quickly. According to theory sources, Dr Moin Uddin was tested for corneal virus symptoms and on April 7 his body appeared covid-positive. He was admitted to the Shaheed Shamsuddin Medical Hospital Sylhet on April 7. He was then admitted to Kurmitola Hospital Dhaka.He was confirmed to be admitted to Kurmitola Hospital on April 7 in terms of time. But he was not admitted to the ICU. It was not reported why he was not admitted. He was kept in Kurmitola Hospital for about five days. But on April 7 (this morning) he died. According to various data, various health workers, including doctors, have been infected with the Karuna virus. For this, other doctors requested the doctors to provide adequate equipment for their safety.

According to the latest data, 121 people have been infected with the virus. The total death toll is 5 4 people were healed Five people died today In the last 24 hours, 24 people were diagnosed with the Corona virus. 

Stay Home , Stay Safe